অনলাইন ডেস্ক॥
ঈদুল ফিতর উদযাপন করতে চার দিনে রাজধানী ঢাকা ছেড়েছেন ৫০ লাখেরও বেশি সিমের গ্রাহক। এর ভেতর মঙ্গলবার (৯ এপ্রিল) প্রায় ২৯ লাখ মোবাইল সিমের গ্রাহক রাজধানী ছেড়েছে। এর বিপরীতে একই দিন প্রায় ৮ লাখ সিমের গ্রাহক ঢাকায় প্রবেশ করেছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার (স্পেকট্রাম) প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কমিশনার (স্পেকট্রাম) প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ জানান, ৯ এপ্রিল ২৪ ঘণ্টা সময়ে ঢাকা থেকে ২৯ লাখ ৩৪ হাজার ১৭২টি সিম ঢাকার ভৌগোলিক সীমার বাইরে গেছে। একই সময়ে, ঢাকায় প্রবেশ করেছে ৭ লাখ ৯৪ হাজার ২৪৭টি সিম।
প্রসঙ্গত, ধর্মপ্রাণ মুসলমানদের প্রধান উৎসব ঈদুল ফিতরের সময় নাড়ির টানে রাজধানীর বাইরে ঘরমুখী মানুষের ঢল নামে।
ঢাকা মহানগর পুলিশের মতে, এবারের ঈদে প্রায় সোয়া কোটি মানুষ ঈদের ছুটি কাটাতে রাজধানীর বাইরে যাবেন।
+ There are no comments
Add yours