অনলাইন ডেস্ক॥
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে কাতারের সব ঈদগাহ ও মসজিদে একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবার কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ এম এইচ এম স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের জামাত। দলমত নির্বিশেষে বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। ঈদের জামাতে উপস্থিত হয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। দেশটিতে ৬৪২টির বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা।
+ There are no comments
Add yours