সার্ভারে ত্রুটি: আখাউড়া বন্দরে ৪ ঘণ্টা যাত্রী পারাপার বন্ধ

Spread the love


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৪ ঘণ্টা যাত্রী পারাপার বন্ধ ছিল। গতকাল সকাল ৮টা ১৫ মিনিটে এ বন্দর দিয়ে ভারতগামী যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সার্ভারের ত্রুটি মেরামত শেষে যাত্রী পারাপার স্বাভাবিক হয়। তবে যাদের ভারতে বিমানের টিকিট ছিল তাদের জরুরি ভিত্তিতে পাঠানো হয়েছে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. খাইরুল আলম বলেন, সোয়া ৮টার দিকে আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিএসএফের মাধ্যমে জানায় আগরতলা ইমিগ্রেশনের সার্ভার ডাউন হয়ে গেছে। এ কারণে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছে না। তারা আমাদের অনুরোধ করে, আমরা যেন কোনো যাত্রী না পাঠাই।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours