ভারতে স্বর্ণের দামে সর্বকালের রেকর্ড

Spread the love


অনলাইন ডেস্ক::
স্বর্ণের দামে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়ল ভারত। সোমবার দেশটিতে দাম বেড়ে প্রতি ১০ গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে ৬৯ হাজার ৪৮৭ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯১ হাজার ৪১২ টাকা। এ নিয়ে ২০২৪ সালে দেশটিতে স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ শতাংশ।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা ক্রেতা ভারত। দামের ঊর্ধ্বগতির কারণে স্বর্ণের চাহিদায় ধস নামার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। একজন সরকারি কর্মকর্তা ও দুজন ব্যাংক ডিলার জানিয়েছেন, আগের মাসের তুলনায় মার্চে ভারতের স্বর্ণের আমদানি ৯০ শতাংশের বেশি কমে যাবে, যা করোনাভাইরাস মহামারীর পর থেকে সর্বনিম্ন।
ভারতীয় সংবাদমাধ্যম সিএনবিসি১৮ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির খবর প্রকাশের পর সোমবার বিশ্বব্যাপী স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় উঠেছে। এদিন স্পট গোল্ডের দাম সর্বকালের সর্বোচ্চ ২ হাজার ২৫৯ দশমিক ৪৯ মার্কিন ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রেও স্বর্ণের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ২ হাজার ২৭৯ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।
তিন বছরেরও বেশি সময়ের মধ্যে গত মার্চ মাসে স্বর্ণের বাজারে সবচেয়ে উল্লেখযোগ্য মাসিক মূল্যবৃদ্ধির রেকর্ড হয়েছে। একই সময়ে স্পট সিলভারের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২৫ দশমিক ১৫ ডলার, প্লাটিনামের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯১৩ দশমিক ৬৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ২২ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে। সূত্র: রয়টার্স, টাইমস নাউ নিউজ, মানি কন্ট্রোল

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours