নিজস্ব প্রতিবেদক॥
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে লাল খাঁ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বড্ডাপাড়া (কুমারবাড়ি সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাল খাঁ সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিখাতা এলাকার আবুল কালামের ছেলে। তিনি মোটরসাইকেল মিস্ত্রি ছিলেন।
আটককৃতরা হলেন- মো. জসিম জেলার সদর উপজেলার নরসিংসার এলাকার নুর মিয়ার ছেলে ও জেলার বিজয়নগর উপজেলার সেজাসুড়া এলাকার সফিক মিয়ার ছেলে আল-আমিন।
জানা যায়, লাল খাঁ তার পূর্ব পরিচিত আল-আমিনের কাছে কিছু টাকা পেতেন। শুক্রবার বিকেল টাকা চাওয়ার জন্য আল-আমিনের কাছে গিয়েছিল লাল খাঁ। আল-আমিন রাতে টাকা দিবেন বলে লাল খাঁকে জানান। পরে রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড্ডাপাড়া (কুমারবাড়ি সংলগ্ন) এলাকায় টাকা দেওয়ার কথা বলে লাল খাঁকে ডেকে নেন আল-আমিন ও জসিম। সেখানে পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে কথা কটাকাটি হয়। একপর্যায়ে আল-আমিন ও জসিম মিলে লাল খাঁকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে ছুরিসহ জসিমকে আটক করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আল-আমিনকেও আটক করে।
সরাইল থানার ওসি এমরানুল ইসলাম জানান, এ ঘটনায় স্থানীয়রা জসিমকে ছুরিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে আলামিনকেও আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
+ There are no comments
Add yours