নারী থেকে পুরুষ হয়ে গেলেন তমা, এলাকায় চাঞ্চল্য

Spread the love


অনলাইন ডেস্ক॥
ছিলেন নারী হয়ে গেলেন পুরষ। কীভাবে এটা সম্ভব,তা নিয়ে এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য? গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ- সিরাজগঞ্জের তাড়াশে তমা সরকার নামে ১৮ বছর বয়সী এক তরুণী নারী থেকে পুরুষে রুপান্তরিত হয়েছে। তরুনী তমা উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌবাড়িয়া দক্ষিণ পাড়ার শ্রী সুধান্ন সরকারের মেয়ে। তবে এখনো তার নাম পরিবর্তন করা হয়নি। বুধবার বিকেলে এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ তাকে একনজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করে। তরুণী তমা সরকার গণমাধ্যমকে জানান, ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে। লজ্জায় বিষয়টি তমা নিজের মধ্যেই চাপা রাখেন। এভাবে বেশ কিছু দিন কেটে যায়। পরে সে রাজশাহীতে আলহাজ্ব সুজা উদ-দৌলা সরকারী কলেজে এইচএসসিতে ভর্তি হন। এরই মাঝে তার সহপাঠীকে জানালে সহপাঠী তমার বাবা-মাকে বিষয়টি বলেন। তমার বাবা-মা বিষয়টি তমার কাছে জানতে পেরে তারা নিশ্চিত হন যে, তমা ছেলেতে রুপান্তরিত হয়েছে। তারপর তমাকে রাজশাহী বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে ছেলেতে রূপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।
তরুণীর বাবা সুধান্ন সরকার জানান, এসএসসি পাশ করার পর রাজশাহীতে আলহাজ্ব সুজা উদ-দৌলা সরকারী কলেজে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করেন। আর এ সময় তার সহপাঠি প্রথমে তমা নারী থেকে পুরুষে রূপান্তর হওয়ার বিষয়টি তাকে অবগত করেন। পরে হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট নিয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া গেছে।
তমার মায়ের নাম শিখা রানী। তিনি জানান, তিনি দেখেছেন তার মেয়েকে। তার শারীরিক পরিবর্তন ঘটেছে। নারী থেকে পুরুষে রূপান্তর হয়েছে তমা। একই সঙ্গে তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন হয়েছেন। হিন্দু ধর্মের কিছু রীতিনীতি থাকায় রূপান্তরিত তমা সরকারের নাম এখনও পরিবর্তন করে নতুন নাম রাখা হয়নি। তমার চিকিৎসক হরমোন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানান, হরমোনের কারণে এরকম দৈহিক পরিবর্তন হয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়। স্থানীয়রা জানান, বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকার লোকজন তমাকে একনজর দেখার জন্য ভিড় করছে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours