অনলাইন ডেস্ক॥
এটা একটা পারমানবিক ব্যাপারি। এর কোনো চার্জ দরকার হবে না। তাদের দাবি, কোনো প্রকার চার্জ ছাড়াই এই ব্যাটারি ব্যবহার করা যাবে কমপক্ষে ৫০ বছর। চীনা টেক কোম্পানি ‘বেটা ভোল্ট’ নতুন ধরনের ব্যাটারি আনতে চলেছে। কোম্পানি বেটা ভোল্ট বলেছে, তাদের উৎপাদিত এই পারমাণবিক ব্যাটারিটিতে মুদ্রার চেয়েও ছোট একটি মডিউলে ৬৩টি আইসোটোপ স্থাপিত রয়েছে। কোম্পানিটি জানিয়েছে, পরবর্তী প্রজন্মের ব্যাটারিটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই বাণিজ্যিক ব্যবহার শুরু হবে বলে জানা গেছে। স্মার্টফোন ছাড়াও বেটা ভোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারি ব্যবহার করা যাবে মহাকাশ যন্ত্র, এ.আই সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, মাইক্রোপ্রসেসর, উন্নত সেন্সর, ছোট ড্রোন এবং মাইক্রো-রোবটের মতো যন্ত্রে। নিরাপত্তার দিক দিয়েও প্রচলিত ব্যাটারির তুলনায় এই ব্যাটারি বেশ এগিয়ে থাকবে বলেও দাবি কোম্পানিটির। এটিতে ধরবে না আগুন। সাধারণ ব্যাটারিতে উচ্চ তাপমাত্রায় নিরাপত্তা ঝুঁকি থাকে। এতে পারমাণবিক শক্তি ব্যবহার হলেও নেই কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি। যা ব্যবহার করা যাবে পেসমেকারের মতো মেডিকেল ডিভাইসে। ২০২৫ সাল নাগাদ এই ব্যাটারি বাজারজাত করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
+ There are no comments
Add yours