মোহাম্মদ ইদ্রিস, ব্রাহ্মণবাড়িয়া থেকে॥
একটি নিরাপদ জনপদ তিতাস বিধৌত ব্রাহ্মণবাড়িয়া। এই সমৃদ্ধ আধুনিক এবং আজকের স্মার্ট ব্রাহ্মণবাড়িয়ার স্বপ্নদ্রষ্টা একজন মোকতাদির চৌধুরী। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী টানা চতুর্থ বারের মতো ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনের আগেরদিন পর্যন্ত এখানকার মানুষের মাঝে একটা উৎকণ্ঠা বিরাজ করছিলো। কারণ মাদক আর কালো টাকার ছড়াছড়ি ছিলো স্বতন্ত্র এক প্রার্থীর পক্ষে। কিন্তু সবকিছুর পরে মানুষের জীবনে একটু নিরাপত্তা, একটু স্বস্তির ব্যবসাপাতি করার বিষয়টা ছিলো সময়ের দাবি। যার ফলে ভোটের দিন মানুষ তাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নৌকা মার্কায় ভোট দিয়েছে। প্রায় এক লাখ ভোটের ব্যবধানে তিনি বিজয় লাভ করেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, সন্ত্রাস, মৌলবাদ, চাঁদাবাজ, ভূমিদস্যু, চুরি ও ছিনতাই রোধে বিগত দিনে যে কঠোর পদক্ষেপ নিয়ে নিরাপদ ব্রাহ্মণবাড়িয়া উপহার দিয়েছেন তা আরো শক্তিশালী ও নিরাপদ হবে একজন দক্ষ সাহসী ও মেধাবী মোকতাদিরের বলিষ্ট নেতৃত্বে এমনটাই মনে করেন এখানকার সাধারণ মানুষ। প্রসঙ্গত: র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিবের দায়িত্ব পালন করার সময়েই ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের উন্নয়নে নজর দেন। তাঁর সুচিন্তিত মেধার ফসল এই তিতাস নদীর উপর আজ দুটি ব্রিজ নির্মিত হয়েছে। শেখ হাসিনা সড়কের মাধ্যমে চির বঞ্চিত বিজয়নগরতে তিনি শহরের সাথে এক সূত্রে গেঁথে দিয়েছেন। ওভারব্রিজ নির্মাণসহ এই আসনের অনেক উন্নয়ন এখন বর্ণনার নয়- কারণ তা দৃশ্যমান। এখন মোকতাদির চৌধুরী মন্ত্রী হবে এমনটাই প্রত্যাশা এখানকার মানুষের।
+ There are no comments
Add yours