হাজার হাজার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরী

Spread the love

স্টাফ রিাপোর্টার॥
হাজার হাজার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে চতুর্থবারের মতো বিপুল ভোটে নির্বাচিত জেলা আওয়ামী লীগ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। আজ সোমবার সকাল ১১ টা থেকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিনভর সাধারণ মানুষ, সুশীল সমাজ ও দলীয় নেতাকর্মীরা স্বত:স্ফূর্তভাবে উপস্থিত হয়ে প্রিয় নেতা ও অভিভাবককে ফুলেল শুভেচ্ছা জানান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, সদর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল কর্তৃপক্ষ, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ, জেলা নাগরিক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতি, ব্রাহ্মণবাড়িয়া হার্ট ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্মকর্তা/কর্মচারী সমিতি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, পৌরসভার কাউনিসলরবৃন্দ, সনাতনী সমাজের নেতৃবৃন্দ,পূঁজা উদযাপন পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া সমাজ কল্যাণ পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতি, আদর্শ কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনসহ শতাধিক সংগঠন এসময় নবনির্বাচিত এমপি মোকতাদির চৌধুরীকে প্রীতি ও শুভেচ্ছা নিবেদন করেন।
এসময় নেতৃবৃনেদর মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সহসভাপতি হাজি মো.হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান বাবুল, গোলাম মহিউদ্দিন খান খোকন, পৌর আওয়ামী লীগ সভাপতি মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম ভূঞা, সাধারণ সম্পাদক এমএইচ মাহবুব আলম। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর এজেডএম আরিফ হোসেন, সরকারী মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ,ে পৗর মেয়র মিসেস নায়ার কবীর, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদদূস, সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান এড.লোকমান হোসেন, বিজ্ঞ পিপি এড.লোকমান হোসেন, পৌর কলেজ অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ, আইন কলেজ অধ্যক্ষ এড. মো. হাবিবুল্লাহ, প্রবীণ আইনজীবী এড.সামসুদ্দিন আহমেদ।
গতকাল রোববার সন্ধ্যার পর থেকেই এই আসনের বিভিন্ন কেন্দ্র থেকে ভোটের ফলাফল আসতে থাকলে বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষ বাদ্য-বাজনা নিয়ে বিজয় মিছিল করে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে উপস্থিত হয়ে জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানাতে থাকেন।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours