জামানত হারিয়েছেন ৩ আসনে প্রার্থী হওয়া সৈয়দ জাফরুল কুদ্দুছ

Spread the love


ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৩টি আসনের প্রার্থী ছিলেন সৈয়দ জাফরুল কুদ্দুছ নামে এই ব্যক্তি। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ), ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের ফুলের মালা প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অবতীর্ণ হোন। রোবাবর অনুষ্ঠিত নির্বাচনে ৩টি আসনেই তিনি জামানত হারিয়েছেন। সৈয়দ জাফরুল কুদ্দুছ ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সদর উপজেলার মাছিহাতা গ্রামের বাসিন্দা। কিন্তু তিনি এই আসনে নির্বাচন করেননি। বাকি তিনটি আসনে প্রার্থী হয়েছিলেন তিনি একাই। ঘোষিত ফলাফল শেষে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তিনি ভোট পেয়েছেন ৫৫২টি।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে সৈয়দ জাফরুল কুদ্দুছ ফুলের মালা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৭৪ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ফুলের মালা প্রতীকে তিনি ৭৭৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, কোনো আসনে পড়া মোট বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours