ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রে গেছে নির্বাচন সামগ্রী

Spread the love


ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি॥

আগামীকাল রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
আজ শনিবার সকাল থেকে জেলার ৬টি নির্বাচনী আসনের ৭৬১টি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌছে দেয়ার কার্যক্রম শুরু হয়। প্রতিটি ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারগন যার যার ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী নিয়ে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৩- (সদর-বিজয়নগর) আসনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সেলিম শেখ বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী স্বচ্ছ ব্যালট বাক্স, পেন্সিল, রাবার, কালি, স্ট্যামপ্যাড, ভোটার তালিকাসহ নির্বাচনী সামগ্রী কেন্দ্রে পৌছে দেয়া হচ্ছে। দুর্গম কেন্দ্র গুলোতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী তুলে দেয়া হচ্ছে স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে।
এদিকে শনিবার সকালে স্থানীয় নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ ও আনসার সদস্যদের সাথে ব্রিফিংকালে পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তার জোরদারের পাশাপাশি শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব ও, আনসারসহ আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূন ভোট গ্রহনের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এদিকে র‌্যাব-৯-এর সিপিসি-১ এর পক্ষ থেকে শনিবার সকালে জেলা শহরের কাউতলীসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালানো হয়েছে। র‌্যাব-৯-এর সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, নির্বিঘ্নে ভোট গ্রহনের লক্ষে বিভিন্ন স্থানে এই তল্লাশী চেক বসানো হয়েছে। ভোটের দিন বিভিন্ন ভোট কেন্দ্রে র‌্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৮৩ হাজার ৫৩৩জন। এই ৬টি সংসদীয় আসনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, তৃনমূল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours