বাঁক বদলের কবি মোঃ আঃ কুদদূস এর জন্মদিন আজ

Spread the love


রুদ্র মোহাম্মদ ইদ্রিস॥

বিশিষ্ট কবি ও গীতিকার মোঃ আঃ কুদ্দুস এর জন্মদিন আজ। ১৯৮১ সালের ০৫ জানুয়ারি বরগুনায় জন্ম এই গুণী মানুষটির। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। ছাত্র জীবনে তুখোড় মেধাবী ছিলেন এই ডানপিটে। অদম্য সাহসী আর নিরলস পরিশ্রমী এই মানুষটি পেশাগত জীবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন প্রথম শ্রেণির কর্মকর্তা হয়েও তিনি অনেকটাই শিশুর মতো সারল্যভরা যাপিত জীবনে অভ্যস্ত। তাঁর চাকুরি জীবনের যেখানেই গিয়েছেন সেখানেই কৃতিত্ব ও সফলতার স্বাক্ষর রেখেছেন। অহিংস চোখের এই মানুষটি সাহিত্য সাধনায় খুবই পরিশ্রমি ও নিবেদিতপ্রাণ। তাঁর প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে- ঊষা, সারথি, শঙ্খমালা, গুলমোহর, জলতরঙ্গ, উত্তরণ, বাঁধন ও মঞ্জুকেশিনী। অতি সম্প্রতি শিশুতোষ ছড়ার বই ‘পিলপিল’ প্রকাশিত হয়েছে। এই পিলপিল নামের শিশুতোষ ছড়ার বইটি শিশুদের পাঠ্যবই রূপে ইতোমধ্যেই সুনাম ছড়িয়েছে।

বর্তমান সময়ের আলোচিত বাঁক বদলের এই কবি বাংলা সাহিত্যকে পৃথিবীজুড়ে ছড়িয়ে দিতে কাজ করছেন বিরামহীন। তাঁর কবিতায় বাংলা সাহিত্যের বাঁক বদলের বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়ে পাঠককে নাড়া দেয়। ভাবতে শেখায় কোথায় তার গতিপথ, কোথায় তার কবিতার অন্তর্নিহিত অকসিজেন। যখন কোনো কবিতা কালের সীমানা অতিক্রম করে তখনই আমরা তাঁকে কালোত্তীর্ণ কবিতা বলি। কবি ও গীতিকার মোঃ আঃ কুদ্দুস সেই কবি, যিনি সাহিত্যে নিয়মের সিঁড়িতে হাঁটতে হাঁটতেই নিয়মের ভেতর থেকেই অন্যরকম এক নতুন নিয়ম সৃষ্টি করার ক্ষমতা অর্জন করেছেন।
তাঁর প্রকাশিতব্য বই গুলোর মধ্যে রয়েছে-অঙ্কুর (গল্পগ্রন্থ), রক্তে কেনা স্বাধীনতা (নাটক), রুদ্ধায়ু (কাব্যগ্রন্থ)
জন্মদিনে কবির জন্য অনেক অনেক শুভেচ্ছা।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours