অনলাইন ডেস্ক::
প্রথমবারের মতো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে কৃত্রিম বৃষ্টি ঝরানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মূলত বায়ুদূষণে সৃষ্ট ধোঁয়াশা কমিয়ে আনতেই গত শনিবার প্রথমবারের মতো এই পদ্ধতির প্রয়োগ করা হয়।
কৃত্রিম বৃষ্টি ঝরানোর রাসায়নিক উপকরণ নিয়ে একটি বিমান পাকিস্তানের ১০টি শহরের ওপর দিয়ে উড়ে যায়।
পাঞ্জাবের মূখ্যমন্ত্রী মহসিন নাকবি জানান, সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় তারা এই পরীক্ষাটি সম্পন্ন করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘দুটি বিমান নিয়ে আরব আমিরাতের একটি দল ১০-১২ দিন আগে এখানে এসে পৌঁছায়। তারা ৪৮টি ফ্লেয়ার ব্যবহার করেছে এই বৃষ্টি ঝরাতে।’
নাকবি আরো জানান, এই কৃত্রিম বৃষ্টি আদতে কাজ করেছে কি না, তা জানতে আগামী শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আরব আমিরাত কৃত্রিম বৃষ্টি ঝরাতে নিয়মিত ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করছে। এই পদ্ধতিতে সিলভার আয়োডাইড নামে এক ধরনের হলদেটে লবণের মিশ্রণ মেঘে ছড়িয়ে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ আরো কয়েকটি দেশে এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। বিশেষজ্ঞরা জানান, সামান্য বৃষ্টিও বায়ুদূষণ কমাতে কার্যকর ভূমিকা রাখে।
গত শনিবারে লাহোরের বাতাসে ২.৫ পিএম দূষণকারী পদার্থ পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিপজ্জনক সীমার থেকে ৬৬ গুণ বেশি। বায়ুদূষণ রোধে পাকিস্তান সরকার রাস্তায় পানি ছিটানো, স্কুল, কারখানা ও বাজার বন্ধের মতো পদক্ষেপ নিলেও
তা খুব বেশি সফলতা এনে দিতে পারেনি।
+ There are no comments
Add yours