অনলাইন ডেস্ক॥
দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (জাপা) ২৬ টি ও অন্য শরিকদের জন্য ৬টি আসন ছেড়েছে আওয়ামী লীগ।
জাপার সঙ্গে সমঝোতা হয়েছে যেসব আসনে :
ঠাকুরগাও-৩, নীলফামারী-৩ ও ৪, রংপুর-১ ও ৩, কুড়িগ্রাম-১ ও ২, গাইবান্ধা- ১ ও ২, বগুড়া-২ ও ৩, সাতক্ষীরা-২, পটুয়াখালী-১, বরিশাল-৩, পিরোজপুর-৩, ময়মনসিংহ-৫ ও৮, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, ঢাকা-১৮, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া- ২, ফেনী-৩, চট্টগ্রাম-৫ ও ৮, নারায়ণগঞ্জ-৫।
আর ১৪ দলের জন্য বগুড়া-৪ (জাসদ), রাজশাহী-২ (ওয়ার্কাস পার্টি), কুষ্টিয়া-২ (জাসদ), বরিশাল-২ (ওয়ার্কাস পার্টি), পিরোজপুর-২ (জাতীয় পার্টি মঞ্জু) ও লক্ষীপুর-৪ (জাসদ) আসন ছেড়েছে আওয়ামী লীগ।
+ There are no comments
Add yours