অনলাইন ডেস্ক॥
মাত্র একদিনের ব্যবধানে দেশী ও আমদানি হওয়া পেঁয়াজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়। তবে বাজারে মুড়িকাটা পেঁয়াজ উঠতে শুরু করায় এখন দাম কিছুটা কমতে শুরু করেছে।
রাজধানীর বিভিন্ন বাজারে গতকাল মুড়িকাটা পেঁয়াজ কেজিতে বিক্রি হয়েছে ১০০-১১০ টাকায়। এছাড়া চায়না পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০-১৩০ টাকা কেজি।
রাজধানীর কারওয়ান বাজারের একজন পাইকারি ব্যবসায়ী গণমাধ্যমকে জানান-পুরনো পেঁয়াজের সরবরাহ কমে এসেছে। বাজারে আসতে শুরু করেছে মুড়িকাটা পেঁয়াজ। তাই দামও কিছুটা কমেছে। কয়েকদিনের মধ্যে পেঁয়াজের দাম আরো কমে যাবে।’
দেশে সিংহভাগই পেঁয়াজ উৎপাদন হয় রবি মৌসুমে। আশ্বিন থেকে ফাল্গুন এ সময়ে প্রথম দিকে কন্দ বা মুড়িকাটা পেঁয়াজ আবাদ হয়। এরপর চারা বা হালি পেঁয়াজ আবাদ করেন কৃষক। সাধারণত ডিসেম্বরের শেষ দিকে মুড়িকাটা পেঁয়াজ কাটা শুরু হয়। কিন্তু এ বছর কৃষকরা নির্ধারিত সময়ের আগেই মুড়িকাটা পেঁয়াজ কাটতে শুরু করেছেন।
এদিকে দেশী নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরেও দাম কমতে শুরু করেছে। গতকাল সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানেই শোভা পাচ্ছে দেশী পেঁয়াজ। দেশী পেঁয়াজ বাজারে আসার কারণে বর্তমানে খুচরায় ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যত দিন যাবে তত পেঁয়াজের দাম কমে আসবে।’
+ There are no comments
Add yours