বরফে ঢেকে গেল সৌদি আরবের পাহাড়

Spread the love

অনলাইন ডেস্ক॥

 মরুর দেশ সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত তাবুক পাহাড় তুষারপাতের কারণে সাদা বরফের চাদরে ঢেকে গেছে। এ তুষারপাতের ঘটনায় বিস্মিত সেখানকার মানুষ। কারণ তপ্ত মরুর বুকে যা কোনোদিন কেউ কল্পনা করেনি, অথচ আজ তাই তাদেরকে দেখতে হচ্ছে। সেখানকার ফাহাদ আল মাসুদ নামের একজন ফটোগ্রাফার তুষারপাতে ঢেকে যাওয়া তাবুক পাহাড়ের ছবি তুলেছেন। তাতে দেখা যাচ্ছে মরুভূমিতে অবস্থিত তাবুক পাহাড়টি পুরোপুরে তুষার বা সাদা সাদা বরফে ঢেকে গেছে। মঙ্গলবার তাবুকে এমন দৃশ্য দেখা গেছে। ফটোগ্রাফার আল মাসুদ এ দৃশ্যকে অন্তর এবং চোখের প্রশান্তি হিসাবে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, এমন দৃশ্য দেখে বেশ উচ্ছ্বসিত এখানকার স্থানীয় বাসিন্দারা।

সৌদি আরবে তুষারপাতের দৃশ্য খুব একটা চোখে পড়ে না। কিন্তু শীতের সময় তাবুকে যেন অন্য এক দৃশ্য ধরা পড়ে। যে দৃশ্য দেখলে মনে হবে এটি সৌদি কোনো অঞ্চল নয়, ইউরোপের কোনো অঞ্চল হবে। শীতকালে তুষারপাতের কারণে তাবুক অঞ্চলটি সৌদিদের কাছে বিশেষ অঞ্চলে পরিণত হয়।

এদিকে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর তাবুক, মদিনা এবং মক্কার কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া আবহাওয়া দপ্তর সৌদির বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা কমে যাওয়ারও পূর্বাভাস দিয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে- সৌদি আরবের বেশকিছু এলাকায় ভয়াবহ বজ্রঝড় আঘাত হেনেছে। যার মধ্যে রয়েছে- আল জাওয়াফ, উতরাঞ্চলীয় সীমান্ত, হেইল, কাশেম, রিয়াদ এবং পশ্চিমাঞ্চলীয় অঞ্চল।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours