একদিনের জন্য বিয়ে হয় যেখানে

Spread the love

অনলাইন ডেস্ক॥

চিনের এমন একটি স্থান আছে যেখানে বিবাহ মাত্র ২৪ ঘণ্টা বা একদিনের জন্য বিয়ে বৈধ থাকে। তবে এই বিয়ের পর বিবাহিত মেয়েদের কী হয়? আসলে যে মেয়েরা একদিনের জন্য কনে সাজেন তাদেরকে অনেক টাকা দেওয়া হয়। বর্তমানে চিন দেশে একদিনের বিয়ের ব্যবসা ব্যাপক হারেই চলছে। জানা গিয়েছে, চিনে দারিদ্র্যতার কারণে যারা বিয়ের সময় পুত্রবধূদের উপহার ও অর্থ দিতে পারেন না, তাদের বিয়ে হয় না। এমন পরিস্থিতিতে সেখানকার ছেলেরা এক অনন্য পদ্ধতিতে বিয়ে করে। আর সেভাবেই তারা বিবাহিত হওয়ার সনদ পায়। অন্যভাবে বলা যায়, তখন তাদেরকে আর কেআু অবিবাহিত বলতে পারে না। যে আজব বিয়ের কথা হচ্ছে সেটি হয় চিনের হুবেই প্রদেশে। প্রধানত এই প্রদেশের গ্রামাঞ্চলে একদিনের বিয়ে হয়। সেখানে বিয়ে হয় মাত্র ২৪ ঘণ্টা সময়ের জন্য। এই ধরনের বিয়ের তাৎপর্য হলো, এক্ষেত্রে কোনো বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় না বা কোনো অতিথির জন্য খাবার ও পানীয়েরও ব্যবস্থা করা হয় না। এই বিয়ে হয় অত্যন্ত গোপনভাবে। রিপোর্ট অনুযায়ী, গত ৬ বছরে এই প্রবণতা দ্রুতহারে বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন হলো কেন একদিনের জন্য বিয়ে?

রীতি অনুযায়ী চিনের হুবেই প্রদেশে বিয়ের জন্য ছেলের পরিবার ও ছেলেকে অনেক টাকা খরচ করতে হয়। এমন পরিস্থিতিতে বেশিরভাগ ছেলে বাধ্য হয়েই বিয়ে করে না। তারা কুমার থেকে যান। কারণ তারা গরীব। অন্যদিকে আবার চিনে অবিবাহিত ছেলেদের মরে যাওয়াকে একেবারেই শুভ বলে মনে করা হয় না। এই কারণেই ছেলেরা তাদের একক পরিচয় মুছে ফেলতে একদিনের জন্য বিয়ে করে থাকে। চিনের কিছু অঞ্চলে এমন প্রথাও আছে যেখানে কোনো পুরুষ অবিবাহিত থাকলে মৃত্যুপথেও তার বিয়ে দেওয়া হয়।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours