ফ্রন্টিয়ার রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার নবাগত ইউএনও রাবেয়া আক্তারের ফুলেল অভ্যর্থনা জানিয়েছে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষা পরিবার। এ উপলক্ষে আজ ১৩ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বরণ অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবাগত ইউএনও রাবেয়া আক্তারকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকরা। এসময় তাকে সুদৃশ্য ক্রেস্ট উপহার দেওয়া হয়।
বরণ শেষে নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, আমোদাবাদ আলহাজ¦ শাহআলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ তারেক, তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মোঃ ইকবাল প্রমুখ। শিক্ষকরা নবাগত ইউএনওর কাছে শিক্ষার গুণগত মান উন্নয়নে সহযোগিতা চেয়ে তাঁর সফলতা কামনা করেন।
পরে ইউএনও রাবেয়া আক্তার শিক্ষার মান উন্নয়নে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, গত সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন রাবেয়া আক্তার। ওই দিন সন্ধ্যায় তিনি আখাউড়া উপজেলায় তাঁর দায়িত্বভার গ্রহণ করেন।
ইউএনও (ইউএনও) রাবেয়া আক্তার বিসিএস (এডমিন) ৩৪ তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা জেলার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে এমবিএ করেছেন।
+ There are no comments
Add yours