ফ্রন্টিয়ার ডেস্ক:
নির্বাচন কমিশনে আপিল শুনানির দ্বিতীয় দিনে বাছাইয়ে বাদ পড়া ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ ১১ ডিসেম্বর সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি হয়।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে শুনানি।
দ্বিতীয় দিনে ৯৯ জনের আপিল শুনানি হয়। শুনানিতে ৫১ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। আর প্রার্থিতা ফেরত পাননি ৪১ জন। সিদ্ধান্ত জানানো হয়নি বা পেন্ডিং রয়েছে সাতজনের।
দ্বিতীয় দিনে বৈধতা পেলেন যারা
দ্বিতীয় দিনে আপিলে মনোনয়ন ফিরে পেয়েছেন তাদের মধ্যে অন্যতম চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ, ঢাকা-১৪ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মো. নাজমুল ইসলাম, ময়মনসিংহ-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল ওয়াহেদ, কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ, মুন্সিগঞ্জ-২ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী নূরে আলম সিদ্দিকী, রংপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. সুমনা আক্তার, ঢাকা-৫ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী নুরুল আমিন, বাগেরহাট-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী হাজরা শহিদুল ইসলাম, গাইবান্ধা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. মাছুমা আক্তার, কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ, ঢাকা-১৯ আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর প্রার্থী মো. জুলহাস, ঢাকা-১২ আসনের ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর প্রার্থী মো. আতিকুর রহমান নাজিম, রাজবাড়ী-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী এস এম ফজলুল হক, নোয়াখালী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার আর আমিন, বাগেরহাট-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মরিয়ম সুলতানা, জামালপুর-৪ আসনের বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী তারিখ মাহাদী, ঢাকা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ফারহানা সাঈদ, বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল, বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসেন, নোয়াখালী-৪ আসনের গণতন্ত্রী পার্টির প্রার্থী সারোয়ার ই দিন, ঢাকা-১০ আসনের এনপিপি প্রার্থী কে এম শামসুল আলম, ঝালকাঠি-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী নাসির উদ্দিন, রাজবাড়ী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইমদাদুল হক বিশ্বাস, মুন্সিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার কবির, সুনামগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন, খুলনা-১ আসনের জাকের পার্টির প্রার্থী মো. আজিজুর রহমান, ঢাকা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আলী রেজা এবং কুষ্টিয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল হুদা।
আপিলেও টিকলেন না যারা
ঠাকুরগাঁও-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোছা. তাহমিনা আক্তার মোল্লা, কক্সবাজার-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমেদ, সিরাজগঞ্জ-১ আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শফিকুল ইসলাম, বগুড়া-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. নাছির হায়দার করিম, নোয়াখালী-৬ আসনের এনপিপির প্রার্থী তরিকুল ইসলাম, চট্টগ্রাম-১৫ আসনের এনপিপির প্রার্থী ফজলুল হক, যশোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, নেত্রকোনা-৩ আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আসাদুজ্জামান খান, ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী পারভিন আক্তার, নওগাঁ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আফজাল হোসেন, নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন বাবর, নওগাঁ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সামাদ প্রমানিক, ময়মনসিংহ-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী বাবুল আহম্মেদ, মানিকগঞ্জ-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী জসিম উদ্দিন, বগুড়া-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. ওমর ফারুক, নেত্রকোনা-৩ আসনের কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রিগ্যান আহমেদ, বগুড়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ফেরদৌস স্বাধীন ফিরোজ, ঢাকা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান, কিশোরগঞ্জ-৫ আসনের কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মো. সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু সুফিয়ান, নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আখতারুল আলম, নীলফামারী-২ আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী বিকাশ চন্দ্র অধিকারী, পিরোজপুর-৩ আসনের বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল লতিফ সিরাজী এবং চট্টগ্রাম-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম নওশের আলী।
মনোনয়নপত্র মুলতবি আছে যেসব প্রার্থীর
রাজশাহী-৫ আসনের বিএসপির প্রার্থী মো. আলতাফ হোসেন মোল্লা, মানিকগঞ্জ-৩ ও ১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. জহিরুল আলম রুবেল, কক্সবাজার-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদ, দিনাজপুর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শাহ এবং বরগুনা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমান।
এনিয়ে দুদিনে প্রার্থিতা ফিরে পেলেন ১০৮ জন। এর আগে শুনানির প্রথমদিন রোববার ৫৭ জন প্রার্থিতা ফিরে পান। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল জমা পড়েছে। ১০-১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
১৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২) এ আপিল আবেদনের শুনানি প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। আজ (১১ ডিসেম্বর) ৯৫-২০০ নম্বর আপিল, ১২ ডিসেম্বর ২০১-৩০০ নম্বর আপিল, ১৩ ডিসেম্বর ৩০১-৪০০ নম্বর আপিল, ১৪ ডিসেম্বর ৪০১-৫০০ নম্বর আপিল এবং ১৫ ডিসেম্বর ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
+ There are no comments
Add yours