ফ্রন্টিয়ার রিপোর্ট :
নির্মাণে ত্রুটি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্ম ঘেঁষে চলেছে ট্রেন। ৯ ডিসেম্বর শনিবার রাতে প্ল্যাটফর্ম ঘষতে ঘষতে ট্রেন চলতে থাকলে ত্রুটি ধরা পড়ে। এতে ঝাঁকুনি খেয়ে ট্রেন থেমে গেলেও বড় ধরনের কোনো সমস্যা হয়নি।
একাধিক সূত্র জানায়, রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম অভিমুখী একটি কনটেইনার ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের পাঁচ নম্বর লাইনে ঢোকে। প্ল্যাটফর্মের কিছু অংশ যাওয়ার পরই ট্রেনটির ঘষা লাগতে থাকে। এতে ট্রেনটি ঝাঁকুনি খায় ও একপর্যায়ে থেমে যায়। ট্রেনটি পেছনের দিকে এনে অপর একটি লাইন দিয়ে চালানো হয়।
কেবিন স্টেশন মাস্টার মো. খায়রুল ইসলাম বলেন, কনটেইনার ট্রেনটির সঙ্গে প্ল্যাটফর্মের উচ্চতার মিল না থাকায় ঘষা খায়। তবে এতে তেমন কোনো সমস্যা হয়নি। ট্রেনটি পরে অন্য লাইন দিয়ে চালানো হয়।
আখাউড়া রেলওয়ে জংশনে চলমান উন্নয়ন কাজে প্রতিবন্ধীসহ বৃদ্ধদের জন্য আলাদা সিঁড়ি না থাকা এবং বেশকিছু নির্মাণ ত্রুটি দেখা যাচ্ছে। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
+ There are no comments
Add yours