ফ্রন্টিয়ার রিপোর্ট :
শেখ রাসেল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা আজ ৯ ডিসেম্বর শনিবার বিকালে নোয়াখালী শহীদ বুলু স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া জেলা অনুর্ধ্ব-২০ ফুটবল দল কুমিল্লা জেলা অনুর্ধ্ব-২০ ফুটবল দলের সাথে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় কোনো পক্ষে গোল না হওয়ায় খেলা পরিচালনা কমিট ট্রাইবেকারের সিদ্ধান্ত গ্রহণ করে।
ট্রাইবেকারে ব্রাহ্মণবাড়িয়া অনুর্ধ্বধ-২০ দল ৫-৩ গোলে কুমিল্লা অনুর্ধ্ব-২০ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম (বার)।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজ উদ্দিন মোঃ আলমগীর, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ পিন্টু, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লেদু।
এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল বাকের, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সচিব মাশরেকী স্বপনসহ অন্যন্যা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা অনুর্ধ্ব-২০ ফুটবল দল বিভাগীয় ভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। তিনি তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করেন।
+ There are no comments
Add yours