বড় ভাই ডেকে ছিনতাই : চক্রের ৭ সদস্য গ্রেফতার

Spread the love

ফ্রন্টিয়ার ডেস্ক:
সুযোগ বুঝে বড় ভাই ডেকে সালাম দিয়ে ছিনতাই করা চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো চক্রের হোতা সজল সিদ্দিক (৪৭), আবুল হোসেন (৪৭), রফিকুল ইসলাম সবুজ (২৬), মো. আরেফিন (৪৩), মো. আমির আলী (৫৫), মোমিন প্রামাণিক (৫৬) ও মো. শাহিন (৩২)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ছয় হাজার টাকা জব্দ করা হয়। শুক্রবার রাতে রাজধানীর মগবাজার ও ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ ৯ ডিসেম্বর শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবি জানায়, জিএম শাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তি রাজধানীর মতিঝিল এলাকার একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা। গত ৪ ডিসেম্বর দুপুরে অফিসের একটি কাজে রিকশায় করে ওয়ারী থানার র‌্যাংকিন স্ট্রিট দিয়ে যাচ্ছিলেন। এ সময়ে কয়েকটি রিকশায় করে কয়েকজন লোক এসে সালাম (আসসালামু আলাইকুম) দিয়ে তার গতিরোধ করে।

পরে অস্ত্রের ভয় দেখিয়ে পকেটে থাকা ২৪ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ওয়ারী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। পরে মামলার ছায়া তদন্তে নেমে পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সালাম দিয়ে ছিনতাই করা এই চক্রে আটজন সদস্য রয়েছে।

তাদের মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। চক্রের সদস্যরা ১০ থেকে ১৫ বছর ধরে সালাম দিয়ে ছিনতাই করে আসছিল। চক্রের হোতা সজলের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ দেশের বিভিন্ন থানায় ১৯টি মামলা, আবুলের বিরুদ্ধে আটটি, সবুজের বিরুদ্ধে সাতটি, আরেফিনের বিরুদ্ধে পাঁচটি ছিনতাই মামলা, আমির আলীর বিরুদ্ধে তিনটি ছিনতাই মামলার তথ্য পাওয়া গেছে। তারা প্রতি মাসে ১৫-১৬টি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটাত। ওয়ারী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার সাতজনের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours