ফ্রন্টিয়ার রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে চার দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ৯ ডিসেম্বর শনিবার বিকেলে নবীনগর পৌর শহরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজারে সকাল থেকে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে দোকানিরা। এমন সংবাদে বিকেলে অভিযান পরিচালনাকালে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে চার দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, অভিযানকালে সকল পেঁয়াজ দোকানির কাছ থেকে ক্রয় রসিদ যাচাই করা হয়। অস্বাভাবিক মূল্যে পেঁয়াজ বিক্রি থেকে বিরত থাকার ব্যাপারে দোকানিদের কঠোর নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালদের এই অভিযান অব্যাহত থাকবে। এসময় নবীনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours