ফ্রন্টিয়ার ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ প্রবাসী যাত্রীর কাছ থেকে প্রায় ৭ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এপিবিএন, কাস্টমস ও গোয়েন্দা সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে স্বর্ণসহ ওই ৪ যাত্রীকে আটক করে।
আজ ২ ডিসেম্বর শনিবার বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এ তথ্য নিশ্চিত করে।
স্বর্ণসহ আটক যাত্রীরা হলেন- আলী হোসেন, জসীম উদ্দিন, লিটু মিয়া ও মোহাম্মদ জুম্মন খান।
এপিবিএন পুলিশ জানিয়েছে, পাচারের উদ্দেশে যাত্রীরা কৌশলে পায়ুপথ ও দেহের বিভিন্ন স্থানে এসব স্বর্ণ লুকিয়ে রেখেছিল। এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা। এ ঘটনায় স্বর্ণ চোরাচালানকারী চক্রটির বিরুদ্ধে বিমানবন্দর থানায় পৃথক ২টি মামলা করা হয়েছে।
জানা গেছে, দুবাই থেকে আসা একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন আলী হোসেন। এ সময় তার গতিবিধি সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে এপিবিএন, কাস্টমস ও গোয়েন্দা সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে ৩টি ডিম্বাকৃতির পেস্ট স্বর্ণবার ও স্বর্ণালঙ্কারসহ ১ কেজি ৯৪ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক জানান, এর আগে অবৈধ স্বর্ণসহ আরো ৩ যাত্রীকে আটক করা হয়। এদের মধ্যে জসীম উদ্দিনের কাছ থেকে ২ কেজি ১৬৪ গ্রাম, জুম্মন খানের কাছ থেকে ১ কেজি ৫৩৪ গ্রাম এবং লিটু মিয়ার কাছ থেকে ২ কেজি ১৬৪ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।
+ There are no comments
Add yours