সাড়ে তিন কোটি টাকার সোনা মিলল প্লেনের সিটে

Spread the love

ফ্রন্টিয়ার ডেস্ক:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মালিকবিহীন অবস্থায় তিন কোটি ৫৪ লাখ টাকার ৩৮টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার রাত পৌনে ৮টায় অবতরণ করা এয়ার এরাবিয়ার ‘জি৯ ৫২০’ ফ্লাইটের ৯এফ নম্বর সিটের নিচ থেকে এসব বার উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

এর আগে বুধবার সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাই দুবাই এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ১৪টি সোনার বারসহ এক যাত্রীকে গ্রেফতার করে কাস্টমস গোয়েন্দারা।

ধারণা করা হচ্ছে, গ্রেফতারের এ খবরে সন্ধ্যায় চট্টগ্রামে আনা বড় চালানটি প্লেন থেকে বের করার সাহস করেনি চোরাচালান চক্র।

চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাইফুর রহমান বলেন, সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে এয়ার এরাবিয়্যার ফ্লাইটটি আসে। যাত্রীরা নেমে যাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্লেনটিতে তল্লাশি করেন কাস্টমস গোয়েন্দারা। এ সময় একটি সিটের নিচে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়। এর পর প্যাকেটগুলো খুলে এর ভেতর মেলে ৩৮টি সোনার বার। এতে চার কেজি ৪২০ গ্রাম সোনা রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৫৪ লাখ টাকা।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours