চোর চক্রের ১৬ সদস্য গ্রেফতার

Spread the love

ফ্রন্টিয়ার রিপোর্ট :

বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চোর চক্রের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় চুরি হওয়া ট্রান্সফরমার, কয়েকটি মিটার, তামাসহ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম। এর আগে গতরাতে জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ধাওয়াচিলা শাইলট্টি গ্রামের মৃত নছির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৪৪), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেড়াখাই গ্রামের আবু তাহেরের ছেলে মাহফুজ (৪২) আটুল গ্রামের মৃত লোকমানের ছেলে লাভলু (৫০), কুয়াতপুরের মোজাফ্ফরের ছেলে মোসাদ্দেম মন্ডল (১৯), উচাই পাথরঘাটার মৃত হুজুর আলীর ছেলে খানু ফকির (৫২) সরাইল গ্রামের মৃত মোকছেদ মন্ডলের ছেলে সাইদুর মন্ডল (৩৬), কুয়াতপুরের গোলাম হোসেনের ছেলে আহসান হাবীব (১৯), পিয়ারা গ্রামের আমির হামজার ছেলে রাব্বী হোসেন (২৩), ক্ষেতলাল উপজেলার রামপুরা চৌধুরী পাড়ার মৃত মনিরের ছেলে তুহিন মন্ডল (২৬), আক্কেলপুর উপজেলার পারইল গ্রামের আসিদুল কাজীর ছেলে রায়হান কাজী (২২), কালাই উপজেলার মহেশপুর গ্রামের আব্দুল করিমের ছেলে কাওসার (৩৫), বেগুন গ্রামের শহিদুলের ছেলে সোহাগ (২৯), আকলাপাড়া গ্রামের, আব্দুল মন্ডলের ছেলে মেজবাউল ইসলাম (৩১), হাজীপুর গ্রামের মৃত জসিমের ছেলে ছানোয়ার (৪৭), শিকটা গ্রামের সেকেন্দার আলীর ছেলে খোরশেদ আলম ধুলু (৪৩) ও নওগাঁর চক নদিকুল গ্রামের মৃত সাত্তারের ছেলে জালাল হোসেন (৩৪)।

পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম জানান, এই চক্রটি সংঘবদ্ধভাবে অভিনব কায়দায় জয়পুরহাটের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরি করতো। তারা ট্রান্সফরমার চুরি করে তামা খুলে নিয়ে বিভিন্ন ভাঙ্গারীর দোকানে বিক্রি করে ভাল দাম পেতো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার (জয়পুরহাট সদর সার্কেল) ইশতিয়াক আলম, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours