ফ্রন্টিয়ার রিপোর্ট :
“আপনার অপ্রয়োজনীয় কাপড় হতে পারে কারো প্রয়োজনীয়” এই স্লোগান নিয়ে সুনামগঞ্জে মানবতার দেয়ালে রাখা হয়েছে সারি সারি পোশাক৷ সেখান থেকে দরকারি কাপড় নিচ্ছেন গরীব মানুষেরা।
আজ ২৪ নভেম্বর শুক্রবার বেলা ২টায় এমন একটি মানবিক উদ্যোগের শুভ সূচনা হয়েছে সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর এলাকায়৷ বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন এমন উদ্যোগ নিয়েছে। উদ্বোধনের পর মানবতার দেয়াল থেকে প্রয়োজন মতো শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, শাড়ি, শিশুদের পোশাক নিতে দেখা যায় গরীব মানুষেরা।
মানবতার দেয়াল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সাংবাদিক খলিল রহমান, মাসুম হেলাল, শিশু চিকিৎসক ডা. সৈকত দাস, সাংবাদিক এআর জুয়েল, দেওয়ান গিয়াস চৌধুরী, সমাজকর্মী নুরুল হাসান আতাহার, মেজাহিদুল ইসলাম মজনু, কামরুজ্জামান কামরুল, বিশ্বজনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, ভারপ্রাপ্ত সভাপতি আভি ফাহিম, সাধারণ সম্পাদক মাহবুবা জেবা প্রমুখ।
+ There are no comments
Add yours