সিলেটে পরিত্যক্ত কূপ থেকে প্রতিদিন মিলবে ৭০ লাখ ঘনফুট গ্যাস

Spread the love


অনলাইন ডেস্ক॥
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলার পরিত্যক্ত কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এখান থেকে প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক। উত্তোলিত এই গ্যাস মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ শুরু হয়।
জ্বালানিসংকট নিরসনে গ্যাস উৎপাদন বাড়াতে দেশের ৪৬টি কূপ অনুসন্ধান, খনন ও পুনঃখননের পরিকল্পনা নিয়েছে সরকার। এ পরিকল্পনার অংশ হিসেবে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের আওতাধীন ১৪টি কূপ খনন ও পুনঃখননের কাজ চলছে। সিলেটের এই ১৪টি কূপের মধ্যে তিনটি থেকে গত বছর উৎপাদন শুরু হয়।
গত বছর সিলেট গ্যাস ফিল্ডস লি.-এর আওতাধীন সিলেট-৮, কৈলাশটিলা-৭ ও বিয়ানীবাজার নামে তিনটি পরিত্যক্ত কূপ পুনঃখনন করা হয়। বর্তমানে এসব কূপ থেকে দৈনিক ১৬-১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে বলে কর্মকরতারা জানান, এসজিএফএল সূত্র জানায়, সিলেট গ্যাসফিল্ড লিমিডেটের আওতাধীন গোলাপগঞ্জের কৈলাশটিলা ২ নং কূপ দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। গত ২৭ জুলাই এই কূপ পুনঃখনন শুরু হয়। খননের পর চলতি সপ্তাহে এই কূপে গ্যাসের সন্ধান পাওয়া যায়। এই কূপের একটি লেয়ার থেকে আগে গ্যাস উৎপাদন করা হয়েছিল। গ্যাস উৎপাদনের কিছুদিন পর এই লেয়ারে পানি এসে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। সাময়িকভাবে বন্ধ থাকা এই কূপ পুনঃখনন করে আরও একাধিক লেয়ারের সন্ধান পাওয়া গেছে। সেখানে গত ৯ ও ১১ নভেম্বর পরীক্ষা করে গ্যাস পাওয়া গেছে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours