অনলাইন ডেস্ক॥
দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৬২২টি। এ নিয়ে দুই দিনে এক হাজার ১৭৯টি মনোনয়ন ফরম বিক্রি করা হলো। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু গতকাল দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমরা ৩০০ আসনেই মনোনয়ন দেব তবে আমরা জোট বা মহাজোটে নির্বাচন করব না।
মুজিবুল হক চুন্নু আরো বলেন, ‘বর্তমান নির্বাচনব্যবস্থায় নির্বাচন শতভাগ সুষ্ঠু করা সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু করতে হুসেইন মুহম্মদ এরশাদের আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি গ্রহণ করতে হবে।’
জাপা মহাসচিব বলেন, ‘আমরা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন চেয়েছি, নির্বাচনের জন্য আস্থার শতভাগ পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। আমাদের নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন দলের চেয়ারম্যান জি এম কাদের।
জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও তাঁর ছেলে রাহাগির মাহির এরশাদ (সাদ এরশাদ) গতকাল পর্যন্ত মনোনয়ন ফরম নেননি।
দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, আব্দুর রশীদ সরকার, লিয়াকত হোসেন খোকা, উপদেষ্টা পনির উদ্দিন আহমেদসহ দলের জ্যেষ্ঠ নেতাদের অনেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সাংবাদিকদের বলেন, ‘জিএম কাদের রংপুর-৩ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।’
+ There are no comments
Add yours