সোনালি মুরগির খামার গড়ে মাসে আয় লাখ টাকা!

Spread the love


ফ্রন্টিয়ার রিপোর্ট :

দেশি মুরগির উৎপাদন কমে যাওয়ায় দিনে দিনে সোনালি মুরগির চাহিদা বাড়ছেই। এরফলে দেশের প্রায় সব জেলাতেই গড়ে উঠছে সোনালি মুরগির খামার। বিশেষ করে এটি পালন এখন বেশ লাভজনক। আর তাই অধিক লাভের আশায় এখন অনেকেই খামারে দিকে ঝুঁকছেন। গ্রামের প্রায় প্রতিটি এলাকায় খামারের দেখা মিলে। পোল্ট্রির পাশাপাশি এখন অধিক লাভের আশায় সোনালি মুরগির খামারের দিকে আকৃষ্ট হচ্ছেন অনেকে।

সোনালি মুরগি পালনের পাশাপাশি যদি তার যত্ন কিভাবে করতে হয় তা জানা থাকে তাহলে আরো লাভবান হওয়ার সুযোগ থাকবে। সোনালি মুরগিকে ব্রয়লার মুরগির মত সব সময় খাবার দেয়া দরকার বলে অনেকেই মনে করেন। কিন্তু এটা একটা ভুল ধারণা। মনে রাখা দরকার ব্রয়লার মুরগি খাদ্য রূপান্তরের হার এবং সোনালি মুরগির খাদ্য রূপান্তরের হার এক নয়। ভালো ফল পেতে হলে, দিনে ৩ বার খাবার দিতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে যেন সকালে সর্বোচ্চ ৪ ঘন্টার মধ্যে খাদ্য খাওয়া শেষ হয়ে যায়, দুপুরে যেন সর্বোচ্চ ৩ ঘণ্টার মধ্যে খাদ্য শেষ হয় ও রাতে সর্বোচ্চ ৫ ঘণ্টা যেন খাদ্য খায়। প্রয়োজনে মুরগির খাদ্য থলি পরীক্ষা করে খাদ্য দিতে হবে। যদি খাদ্য থলি ভর্তি থাকে তবে খাদ্য দেয়া কোন দরকার নাই। কারণ মনে রাখবেন, সোনালি মুরগিকে আপনি যতই খেতে দিবেন তারা ততই খাবে। কিন্তু এতে খাদ্য অপচয় হবে আপনাদের। সবকিছু মিলি সামান্য পরিশ্রমেই সোনালি মুরগি পালন করে মাসে লাখ টাকা আয় করা সম্ভব বলে মনে করেন খামার সংশ্লিষ্টরা।

তবে খামার শুরু করার আগে প্রাণি সম্পদ অফিস এবং অভিজ্ঞ খামারির সাথে পরামর্শটা বেশ জরুরি।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours