ফ্রন্টিয়ার রিপোর্ট :
আগামী ২৭ নভেম্বর ৪১তম ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন ও এ আন্দোলনে শহীদ উবায়দুর রউফ পলু দিবসের দিনব্যাপী কর্মসূচী বাস্তবায়নে দিবস উদযাপন উপ-কমিটির দ্বিতীয় সভা শহরের পূর্ব পাইকপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে গতকাল সন্ধায় অনুষ্ঠিত হয়।
উপ-কমিটির আহবায়ক মোহাম্মদ আমির হোসেন ফারুক এর সভাপতিত্বে সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ হাসান, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোঃ আরমান উদ্দিন পলাশ, সহ-সভাপতি মোঃ আবুল হাসনাত অপু, যুগ্ম সম্পাদক মোঃ বাবুল চৌধুরী, সংগ্রহ ও প্রকাশনা সম্পাদক আলী হায়দার ভূঁইয়া তুষার, কার্যকরী সদস্য শরীফ আহমেদ খান, হারুন আল রশিদ ভূঁইয়া, মোঃ হানিফ মিয়া প্রমুখ।
সভায় কালোব্যাজ, দাওয়াত কার্ড, ব্যানার তৈরী এবং আনুসাঙ্গিক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি জেলা আন্দোলন ও জেলা উন্নয়ন পরিষদ সংশ্লিষ্ট সকলের প্রতি ২৭ নভেম্বর সকাল ৮টায় শেরপুরস্থ পলু’র কবর জিয়ারত হতে শুরু করে সন্ধ্যায় বিশেষ দোয়া ও আলোচনা সভা সফলে জেলা উন্নয়ন পরিষদের সকল নেতা কর্মী এবং জেলা আন্দোলনে অংশগ্রহণকারী জীবিত সকল নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।
+ There are no comments
Add yours