ডলারের দাম কমলো ৫০ পয়সা

Spread the love

ফ্রন্টিয়ার ডেস্ক:

দেশের মধ্যে ডলারের তীব্র সংকট চলছে। সংকট মোকাবিলায় নেওয়া কোনো পদক্ষেপই কাজে আসছে না। ডলার কিনতে মরিয়া ব্যাংকগুলো। কোন কোন ব্যাংক ১২১ থেকে ১২২ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্স কিনছে। চরম সংকটের মধ্যেই এবার ডলারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ডলারে ৫০ পয়সা করে কমিয়ে আমদানিতে ১১০ টাকা ৫০ পয়সা এবং রপ্তানি ও রেমিট্যান্সে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ ২২ নভেম্বর বুধবার ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদার যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় মধ্যস্থতা করে বাংলাদেশ ব্যাংক।

এবিবির চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন গণমাধ্যমকে জানান, বাণিজ্য ঘাটতি কমে এসেছে। নেট ওপেন পজিশন বা এনওপি ইতিবাচক, বিদেশি ব্যাংকের কাছে বকেয়াও কমে এসেছে। এখন আর্থিক হিসাবে ঘাটতিটাই বৈদেশিক মুদ্রার প্রধান চ্যালেঞ্জ। প্রতি মাসে ডলার কেনাবেচার দর বাড়ানো হবে না।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours