১০ দিনে ৮,৭৭৮ কোটি টাকা প্রবাসী আয় এলো

Spread the love

ফ্রন্টিয়ার ডেস্ক:
চলতি মাসের ১০ দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ৭৯ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৭৭৮ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা হিসাবে)।

আজ ১২ নভেম্বর রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৯৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আগের মাস অক্টোবরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৬কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬৬৬ মার্কিন ডলার। এর আগের বছরের একই সময়ে এসেছিল ৫ কোটি ৩১ লাখ ৭২ হাজার ৩৩৩ মার্কিন ডলার। এ হিসাবে আগের বছর নভেম্বর ও চলতি বছরের অক্টোবর মাসের তুলনায় চলতি নভেম্বর মাসে প্রবাসী আয় বেশি এসেছে।

সেপ্টেম্বর মাসে গত ৪৪ মাসের মধ্যে ব্যাংকিং চ্যানেলে সবচেয়ে কম প্রবাসী আয় দেশে আসে। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঘোষিত ২ টাকা ৫০ পয়সা প্রণোদনার পাশাপাশি প্রবাসী আয় সংগ্রহকারী ব্যাংকগুলো আরও ২ দশমিক ৫০ শতাংশ প্রণোদনা দিতে পারবে, এমন অনুমতি দেয়।

এ ছাড়াও প্রবাসী আয়ের ডলার সংগ্রহ করার ক্ষেত্রে প্রয়োজনে আরিও বেশি দামে ক্রয় করারও অনুমতি দেয়। এর ফলে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে প্রবাসী আয় বাড়তে থাকে। সেপ্টেম্বর মাসে সবচেয়ে কম প্রবাসী আয় আসার পর অক্টোবর মাসে প্রবাসী আয়ে বেড়ে যায়, যা নভেম্বর মাসেও অব্যাহত রয়েছে।

তথ্য অনুযায়ী, ১০ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪ কোটি ৯২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ৭২ কোটি ৩২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours