ফ্রন্টিয়ার রিপোর্ট :
সংস্থাপন মন্ত্রণালয়ের নথিজাত সিদ্ধান্ত ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলনে উবায়দুর রউফ পলু নামে ১জন ছাত্র শাহাদাৎ বরণের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের ৪৫টি মহকুমাকে জেলায় রূপান্তর করা হলো। বিদ্যমান ১৯টি সহ বর্তমানে দেশে মোট জেলার সংখ্যা হলো ৬৪টি’ এর অণুসরণে প্রতি বছর ২৭ নভেম্বর জাতীয় পর্যায়ে সারাদেশে যথাযথ মর্যাদার সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলনে শহীদ উবায়দুর রউফ পলু’র স্মৃতির প্রতি সম্মান জানিয়ে জেলা আন্দোলন দিবস উদযাপনে সরকারসহ সকলের প্রতি আহবান জানানোর মধ্য দিয়ে এই আন্দোলনের স্মৃতির ধারক ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ হাসানের সভাপতিত্বে পহেলা নভেম্বর দিবাগত রাতে জেলা সদরের পূর্ব পাইকপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিপি অ্যাড. মাহবুবুল আলম খোকন।
সংগঠণের যুগ্ম সম্পাদক মোঃ বাবুল চৌধুরীর উপস্থাপনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু, সাধারণ সম্পাদক আলী মাউন পিয়াস, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরমান উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান নান্টু, পরিবেশ ও শিল্প বিষয়ক সম্পাদক কাজী হাফিজুল ইসলাম নাছু, সমাজ কল্যাণ সম্পাদক কেএম মাকসুদুল আলম দেলোয়ার, ইউনেস্কো ক্লাব সভাপতি মোঃ ওমর ফারুক, জেলা উন্নয়ন পরিষদের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. মোঃ আক্কাস আলী, স্থায়ী কমিটির সদস্য অ্যাড. শেখ জাহাঙ্গীর, পৌর উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাড. কামরুজ্জামান অপু, সদর উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মোশাররফ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আগামী ২৭ নভেম্বর যথাযথ মর্যাদায় ঐতিহাসিক জেলা আন্দোলন ও শহীদ উবায়দুর রউফ পলু দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে প্রয়াত চার বীর মুক্তিযোদ্ধাসহ অসুস্থদের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সামছুল আলম বাবু, এজাজ আহমেদ মনির, আলী হায়দার তুষার, ইমুনি ইস্টিয়ান, জিয়া কারদার নিয়ন, হারুণ আল রশিদ, হাসিনা নূরজাহান, মোঃ বশির আহমেদ, কাজী খোকন, নজরুল আলম প্রমুখ নেতৃবৃন্দ।
+ There are no comments
Add yours